ক্ষমা চাইলেন ইমরান খান!

|

পাকিস্তানে নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চাইলেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন- ইসিপি’কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন পিটিআই প্রধান ইমরান খান।

শুক্রবার (১০ আগস্ট) ইমরানের চিঠি পেয়ে অভিযোগ তুলে নেয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার সরদার মুহাম্মদ রাজা। গেল সপ্তাহে রাজধানী ইসলামাবাদের একটি আসনে ইমরানের জয় স্থগিত করে ইসিপি।

২৫ জুলাই’র সাধারণ নির্বাচনে ক্যামেরার সামনে ভোট দেন ইমরান। একই অভিযোগে করাচি, মিয়াঁওয়ালি এবং বান্নুর তিনটি আসনেও তার ভোট বাতিলের আভাস দেয় কর্তৃপক্ষ। পরে, ইমরানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় ইসিপি। সেটি পালন করায় আপাতত প্রধানমন্ত্রী হতে আর কোন বাধা নেই ইমরানের।

তবে, প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের তারিখ আবারও পিছিয়েছে। শুরুতে ১১ আগস্ট শপথ নেয়ার কথা থাকলেও তিন দফা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply