খাগড়াছড়িতে চবি শিক্ষার্থীদের বাস উল্টে নিহত ১, আহত ৩০

|

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০ শিক্ষার্থী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, বাসে করে ৪৫ জন শিক্ষার্থী সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এদিকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাসচালক।

দুর্ঘটনায় নিহত পথচারির নাম মোস্তাফিজুর রহমান। সে মাছের পোনা বিক্রেতা। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের গোত্রশালে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিরন বর্ণিতা নামে (খাগড়াছড়ি-জ-০৪-০০০৮) বাসটি আলুটিলা নামার পথে বড়ব্রীজ আনসার ক্যাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পথচারীকে চাপা দেয়। পরে বাসটি সড়কের পাশের পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ঐ পথচারী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদেরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাদত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্রটিপূর্ণ থাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, হাসাপাতালে অন্তত ৩০ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply