বিদ্যুৎ আনতে নেপাল-বাংলাদেশের সমঝোতা স্মারক সই

|

অবশেষে নেপাল থেকে বিদ্যুৎ আনতে সমঝোতা স্মারক সই করলো ঢাকা ও কাঠমান্ডু। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

নেপালের সিংহ দরবারে শুক্রবার এ সমঝোতায় সই করেন দুই দেশের মন্ত্রী। এর আওতায় বাংলাদেশ ও নেপালের বিদ্যুৎ সচিবের নেতৃত্বে গঠন করা হবে স্টিয়ারিং কমিটি। আর দুদেশের যুগ্মসচিব নেতৃত্ব দেবেন ওয়ার্কিং কমিটির। এই কমিটি নেপালের সম্ভাবনাময় ও সস্তা জলবিদ্যুৎ কিভাবে বাংলাদেশে নেয়া যায়, সে বিষয়টিও খতিয়ে দেখবে। সমঝোতা সই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

পরে তিনি সাংবাদিকদের জানান, নেপালে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের পাশাপাশি ক্রয়েও আগ্রহি বাংলাদেশ। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে ব্যবসাও গতিশীল হবে। বাংলাদেশের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে নেপালের জ্বালানি মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply