ধরাছোয়ার বাইরে মাদকের মূল হোতারা, আতঙ্কে স্থানীয়রা

|

বিশেষ অভিযান চলার পরও লক্ষ্মীপুরে মাদক বিস্তার থেমে নেই। অভিযানে মাদকসেবী আর চালানকারী ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। অন্যদিকে মাদক কারবারিদের তথ্য পুলিশকে দেওয়ায় নিরাপত্তা নিয়ে আতঙ্কে স্থানীয়রা।

মাদক বিরোধী অভিযানের শুরুতেই আত্মগোপনে চলে যায় লক্ষ্মীপুরের গডফাদাররা। আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছে মাদক ব্যবসা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। অন্যদিকে, প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের তথ্য দেওয়া স্থানীয়দের নাম চলে যাচ্ছে মাদক ব্যবসায়ীদের কাছে। এতে আতঙ্কে রয়েছেন তারা।

পুলিশ ও প্রশাসনের হিসাবে, তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে ৩৯৪ জন। যাদের বেশিরভাগই মাদক পাচারকারী বা ছোট ব্যবসায়ী।

সচেতন নাগরিক কমিটির মতে, বড় কারবারিদের শাস্তি নিশ্চিত করা না গেলে মাদক নির্মূল সম্ভব নয়।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ আত্মগোপনে চলে যাওয়ায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না। যদিও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply