‘পুলিশের কাছে মনে হয়েছে শহিদুল আলম অনুতপ্ত’

|

তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোকচিত্রী শহিদুল আলমের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান।

বৃহস্পতিবার যমুনা নিউজকে তিনি বলেন, শহিদুল আলম আমাদের সাথে কথা বলছেন, স্বাভাবিকভাবে হাঁটছেন। তিনি তথ্য দিয়ে সহায়তাও করছেন। আমাদের কাছে মনে হয়েছে ছাত্র আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে তিনি অনুতপ্ত।

শহিদুল আলমের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ যে পরামর্শ দিয়েছে তা মেনে চলা হচ্ছে বলেও জানান তিনি।

দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে রোববার রাতে বাসা থেকে নিয়ে যাওয়ার পর সোমবার গ্রেফতার দেখানো হয়। সেদিনই আদালতে হাজির করে তাকে সাত দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন আলোকচিত্রী শহিদুল আলম। গ্রেফতার হওয়ার আগে আন্দোলনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply