জার্মান ক্লাসিকোতে ডর্টমুন্ডকে গুড়িয়ে দিয়ে ফের শীর্ষে বায়ার্ন

|

ছবি: সংগৃহীত

কোচ ইউলিয়ান ন্যাগলসম্যানকে সরিয়ে দিয়ে নতুন কোচের হাত ধরে প্রথম ম্যাচ খেলতে নামে বায়ার্ন মিউনিখ। নতুন কোচের অধীনে বাভারিয়ানরা জ্বলে উঠলো তেড়েফুঁড়ে। জার্মান ক্লাসিকোতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোলে গুড়িয়ে দিয়ে বুন্দেসলিগার টেবিলে শীর্ষে ফিরলো টমাস টুখেলের দল।

নিজেদের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য জানায় বায়ার্ন মিউনিখ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই। জয়ী দল এগিয়ে যাবে শিরোপার লড়াইয়ে। এমন পরিসংখ্যানে, ম্যাচের শুরু থেকেই সফরকারী ডর্টমুন্ড রক্ষণের বিপক্ষে আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৩ মিনিটে ডর্টমুন্ড গোলকিপারের হাস্যকর ভুলে এগিয়ে যায় বাভারিয়ানরা। 

ছবি: সংগৃহীত

১৮ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের পাস ধরে বক্সের ভেতর থেকে নেয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্নের টমাস মুলার। বরুশিয়ার রক্ষণে চাপ ধরে রেখে ম্যাচের ২৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বায়ার্ন। লেরয় সানের শট গোলরক্ষক আটকে দিলেও বল গ্লাভসে নিতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি সুযোগ কোনাকুণি শটে কাজে লাগান মুলার। তাতে বিরতির আগেই ম্যাচের লাগাম চলে যায় বায়ার্নের মুঠোয়। ৩-০ গলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাভারিয়ানরা।

ছবি: সংগৃহীত

বিরতির পর ডর্টমুন্ড ঘুরে দাঁড়ানোর আগে চতুর্থ গোলটিও পেয়ে যায় বায়ার্ন। সানের পাস থেকে ঠাণ্ডা মাথায় টোকা দিয়ে বল জালে পাঠান কিংসলে কোমান। ৫৯তম মিনিটে দুর্দান্ত গোলের উচ্ছ্বাসে ভাসতে পারতেন এরিক মাক্সিম চুপো-মেটিং। সতীর্থের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ অ্যাক্রোবেটিক সাইড ভলিতে জাল খুঁজে নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

ছবি: সংগৃহীত

হার প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ দিকে দুটি গোল শোধ দেয় ডর্টমুন্ড। ৭১ মিনিটে জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সফরকারীরা। সফল কিকে ডর্টমুন্ডকে প্রথম গোল এনে দেন এমরে কান। ৯০ মিনিটে আরেকটি গোল শোধ দেন ডোনেল মালেন। শেশ পর্যন্ত ৪-২ গোলের ব্র জপ্য নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বায়ার্ন। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।

/আরআইএম 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply