গাজীপুরে বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে স্থানীয় ছাত্রদলের নেতৃত্বের বিরোধে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের রাজবাড়ী দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে এক পর্যায়ে আগে পরে বক্তব্য দেয়াকে ঘিরে ছাত্রদলের পদবঞ্চিত কতিপয় নেতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ধাওয়া- পাল্টা ধাওয়া, মারামারি ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্মসূচি চলাকালে বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, ডা. মাজহারুল আলম বক্তব্য রাখেন।

গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের পদবঞ্চিতরা ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply