শিক্ষার্থীদের মাধ্যমে সহিংস ঘটলে দায় ভিসি’র

|

শিক্ষার্থীদের মাধ্যমে সহিংস ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রশাসন কোনভাবেই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত সভায় নিরাপদ সড়ক আন্দোলনের দাবিকে ঘিরে সহিংস ঘটনা শেষ পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ায় উদ্বেগও প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং এর প্রশাসনের দিকে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, তারা শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়েছেন। কয়েকজন ভিসি ভবিষ্যতে পরিস্থিতি শান্ত রাখতে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দেয়ার আহ্বান জানালেও তা নাকচ করে দেন মন্ত্রী।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply