বিবিসি থেকে সংগৃহীত ছবি।
প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আলোচিত অ্যাডভান্সড চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিষিদ্ধ করেছে ইতালি। খবর বিবিসির।
দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা জানিয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের গোপনীয়তা ঝুঁকির মুখে রয়েছে। এরইমধ্যে অ্যাপটি ব্যবহারকারীদের কথোপকথন ও অর্থ লেনদেনের গোপনীয়তা লঙ্ঘনের প্রমাণ মিলেছে।
ইতালির ভোক্তা অধিকার সংস্থার প্রধান জানিয়েছেন, এআই প্রযুক্তি যে ধরনের ক্ষতি করতে পারে তা ঠেকাতে এখনও প্রস্তুত নয় পৃথিবীর বেশিরভাগ দেশ। কৃত্তিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগুলোর আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মার্কিন স্টার্ট-আপ প্রতিষ্ঠান ওপেনএআই ও মাইক্রোসফটের যৌথ উদ্যোগে তৈরি করা হয় অ্যাডভান্সড চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে। বিশ্বজুড়ে দ্রুত এটি জনপ্রিয়তা লাভ করায়, একই ধাঁচের আরেকটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি চালুর ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল।
/এসএইচ
Leave a reply