নরওয়েতে তুষারধসে ২ পর্যটকসহ নিহত ৪, নিখোঁজ বহু

|

নরওয়েতে তুষারধসে ২ পর্যটকসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জরুরি বিভাগ। খবর বিবিসির।

শুক্রবার (৩১ মার্চ) নরওয়ের উত্তরাঞ্চলে এ তুষারধসের ঘটনা ঘটে। এরপরই শুরু হয়েছে উদ্ধার অভিযান। তবে বৈরী আবহাওয়ার মধ্যে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত অঞ্চলগুলোতে যেতেও পারছেন না উদ্ধারকর্মীরা।

বেশ কয়েকদিন ধরে দেশটিতে চলছে ভারী তুষারপাত। পার্বত্য অঞ্চলগুলোতে বাড়ছে ভূমিধসের ঘটনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের রেইনোয়া। অঞ্চলটিতে গবাদিপশুসহ বেশ কিছু কৃষিজমি সাগরে ভেসে গেছে। তুষারঝড় বাড়ার শঙ্কায় ট্রমস প্রদেশের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদে। আরও কিছুদিন তুষারঝড় অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply