স্পেনের দাবানল মানবসৃষ্ট, শঙ্কা প্রশাসনের

|

স্পেনে কয়েকদিন ধরে চলা ভয়াবহ দাবানল প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়নি। বরং ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগানো হয়েছে বলে শঙ্কা জানিয়েছে দেশটির প্রশাসন। এরমধ্যেই দাবানলের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ক্ষতির উপর নির্ভর করে অপরাধীদের দেয়া হতে পারে ২০ বছর পর্যন্ত জেল। বর্তমানে এ ধরনের অপরাধে পাঁচ বছর কারাদণ্ডের নিয়ম রয়েছে দেশটিতে। খবর রয়টার্সের।

মূলত সপ্তাহ ধরেই স্পেনে সক্রিয় আছে শতাধিক দাবানল। এতে দেশটির উত্তরাঞ্চলে পুড়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর বনভূমি। এক সপ্তাহেই বাস্তুচুত্য হয়েছে প্রায় দেড় হাজার বাসিন্দা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের আন্তোরিয়াস অঞ্চল। গত শুক্রবার অঞ্চলটিতে লোকালয়ে আগুন ছড়িয়ে পড়ায় ৩ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এখনও অনেক স্থানে আগুন জ্বলছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকদিন লাগতে পারে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply