যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে আহত অর্ধশতাধিক, জরুরি অবস্থা জারি

|

ছবি : সংগৃহীত

শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য। শুক্রবার (৩১ মার্চ) লিটল রক শহরে আঘাত হানা ওই দুর্যোগ প্রাণ হারিয়েছেন একজন। এতে গুরুতর আহত অর্ধশতাধিক। খবর এবিসি নিউজের।

খবরে বলা হয়েছে, প্রলয়ঙ্করী ওই টর্নেডোর কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। বাতাসের তোড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের লাখো বাসিন্দা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ন্যাশনাল গার্ড। রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। আরও ১৫টি রাজ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply