তিতুমীর কলেজে ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা

|

পবিত্র মাহে রমজান ও স্বাধীনতার মাস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) কলেজের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মো. জামালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা মো.কামাল উদ্দিন হায়দার।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে অনেক দেশি-বিদেশি সাংবাদিক পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার সংবাদ প্রতিনিয়ত তুলে ধরেছিলেন আন্তর্জাতিক পরিমন্ডলে। যার ফলে ত্বরান্বিত হয় বাংলাদেশের বিজয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা, সাবেক সভাপতি, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্যরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply