ভোলায় পুকুরে মিললো ২টি ‘ভয়ংকর’ সাকার ফিশ

|

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় পুকু‌রে পা‌নি সেচ শে‌ষে মাছ ধর‌তে গি‌য়ে মিল‌লো দুই‌টি ভায়ংকর সাকার মাউথ ক্যাটফিশ। মাছ দুই‌টি দেখ‌তে দেখ‌তে ভিড় জমা‌চ্ছেন স্থানীয়রা। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে ভোলা সদর উপ‌জেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়া‌র্ডের রঞ্জনআলী বেপারী বাড়ির পুকুর থেকে ওই মাছ উদ্ধার হয়।

ওই পুকুরের মা‌লিক মো. ইয়াকুব আলী জানান, আমা‌দের বাড়ির পুকুরের মাছ শিকা‌রের জন্য সবাই মিলে আজ সকা‌লের দি‌কে পা‌নি সেচ করার জন্য এক‌টি পাম্প মেশিন বসা‌নো হ‌য়ে‌ছে। সন্ধ্যার দি‌কে পা‌নি সেচ হ‌লে পুকুরের মাছ ধরার সময় অন্যান্য মাছের সাথে দুই‌টি বিরল প্রজাতির মাছ উঠে আসে। প‌রে মাছ দুই‌টি এক‌টি বালতিতে রাখা হয়।

তি‌নি আরও জানান, ওই মাছ দুই‌টি ধরা পড়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাছটি দেখ‌তে ভিড় কর‌তে শুরু করেন। তবে তার দাবি, তিনি ইন্টারনেট দেখে নিশ্চিত হয়েছেন যে এ‌টি সাকার মাউথ ক্যাটফিশ।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, এ‌টি সাকার মাউথ ক্যাটফিশ। এ‌টির বৈজ্ঞা‌নিক নাম হি‌পোস‌টোমাস প্লে‌কোস‌টোমাস। মূলক এ প্রজা‌তির মাছ অ্যাকুরিয়ামে রাখা হয়।

তি‌নি আরও জানান, কেউ হয়‌তো অ্যাকুরিয়াম পরিস্কার করার সময় পুকু‌রে পড়েছে অথবা কেউ ওই পুকু‌রে মাছ ফে‌লে‌ছে। যার কার‌ণে এ‌টি পাওয়া গে‌ছে। ত‌বে এ প্রজা‌তির পুকুরের অন্য মাছ খেয়ে ফেলে তাই এ মাছ পুকুরের রাখা ঠিক হবে না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply