পাওয়ারপ্লে’র মধ্যেই টাইগারদের নেই ৪ উইকেট

|

ছবি: সংগৃহীত

হোয়াইটওয়াশ করার মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়েছে টাইগাররা। একে একে বিদায় নেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার ও সাকিব আল হাসান। এ ৪ ব্যাটারের বিদায়ে ম্যাচের শুরুতেই ব্যাকফুটে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি লিটন। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরেন এ স্টাইলিশ ওপেনার। মার্ক অ্যাডায়ারের অফ স্ট্যাম্পের অনেক বাইরের ডেলিভারি স্ল্যাশ করতে গিয়ে ডিপ পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। ১ চারে ৪ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

লিটনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি ফর্মের তুঙ্গে থাকা শান্ত। ইনিংসের তৃতীয় ওভার করতে আসা অফ স্পিনার হ্যারি টেক্টরের বলে স্লগ সুইপ করেছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ঠিক মতো খেলতে পারেননি। ডিপ মিডউইকেটে দ্বিতীয় চেষ্টায় ক্যাচ লুফে নেন কার্টিস ক্যাম্ফার। ৮ বলে ৪ রান করে বিদায় নেন শান্ত।

পরপর দুই ওভারে দুই সঙ্গীকে হারালেও নিজের মতো করেই খেলছিলেন রনি। নিচ্ছিলেন ঝুঁকিও। সেটাই কাল হয়্ব দাঁড়ায় এ ওপেনারের। কার্টিস ক্যামপারকে উঠিয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন রনি। ১০ বলে তিন চারে ১৪ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এ ওপেনার।

টাইগারদের আসা-যাওয়ার মিছিলে সামিল হন দলীয় অধিনায়ক সাকিবও। মার্ক অ্যাডায়ারের শর্টার লেন্থের বল মিড উইকেট দিয়ে মারতে গেলে বেন হোয়াইটের হাতে ধরা পড়েন তিনি। ৬ বলে ৬ রান করেন সাকিব।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬১ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply