ইরানের পক্ষেই রায় দিলো আন্তর্জাতিক আদালত, যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

|

ইরানের একাধিক সম্পদ জব্দ করতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (৩০ মার্চ) এই রায় দেয় আইসিজে। এই ইস্যুতে তেহরানকে ক্ষতিপূরণ দিতেও ওয়াশিংটনের প্রতি নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। খবর রয়টার্সের।

আইসিজের রায়ে বলা হয়, ইরানের রিজার্ভ থেকে ১৭৫ কোটি ডলার জব্দ করা তেহরানের জন্য বড় ধাক্কা। এই সম্পদ জব্দ করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই।

এর আগে, ২০০৩ সালে লেবাননে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বোমা হামলার ঘটনায় ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এরপরই এই ইস্যুতে ২০১৬ সালে তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে। সেই মামলার রায়েই এবার ইরানের পক্ষে কথা বললো আইসিজে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply