যুক্তরাষ্ট্র ও তাইওয়ান এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ: সাই ইং ওয়েন

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্র-তাইওয়ান সম্পর্ক- বৃহস্পতিবার (৩০ মার্চ) এ মন্তব্য করেন নিউইয়র্ক সফররত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। খবর আলজাজিরার।

এদিন, তাইপে’র নিরাপত্তা ইস্যুতে বাইডেন প্রশাসনের সর্বাত্মক সহায়তা ও চুক্তি বাস্তবায়নের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সাথে জোরালো কূটনৈতিক সম্পর্ক অক্ষুন্ন রাখার প্রতিও জোর দেন এ নেত্রী।

জানা গেছে, যুক্তরাষ্ট্র সফর নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরও, মধ্য আমেরিকা সফর শেষে আবারও যুক্তরাষ্ট্রে যাবেন তাইওয়ানের প্রেসিডেন্ট। সাক্ষাৎ করবেন মার্কিন কংগ্রেস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে। শুরু থেকেই সাইয়ের এ সফরকে ঘিরে অসন্তোষ জানিয়ে আসছে বেইজিং। তবে তাইপে’র অভ্যন্তরীন ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে তাইওয়ান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply