টানা দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশের হাতছানি টাইগারদের; একাদশে পরিবর্তনের আভাস

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ দল। তার ধারাবাহিকতা আয়ারল্যান্ড সিরিজেও অব্যাহত রেখেছেন সাকিব আল হাসানরা। প্রথম দুই ম্যাচে পাওয়া দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের, এবার আরও একবার ধবলধোলাইয়ের পালা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে টাইগার একাদশে রয়েছে পরিবর্তনের আভাস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল। শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে৷

বৃষ্টি বিঘ্নিত দুটো ম্যাচেই অসংখ্য রেকর্ডের জন্ম দিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের পর বৃষ্টি আইনে ২২ রানে জেতে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতে এসেছিল নিজেদের সর্বোচ্চ ১২৪ রান। এ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৭৭ রানের ব্যবধানে, যা রানের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়।

ছবি: সংগৃহীত

জানা গেছে, সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। নিয়মিত একাদশের দুই-একজনকে বিশ্রামে রাখা ইঙ্গিত মিলেছে। গত দুই ম্যাচে বেঞ্চে ছিলেন পেসার শরিফুল ইসলাম, সেই সঙ্গে প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক আর লেগ স্পিনার রিশাদ হোসেইন। শেষ ম্যাচে সুযোগ মিলতে পারে এদের যে কারোরই। নাসুমের পরিবর্তে লেগ স্পিনার রিশাদের অভিষেক হবার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই।

শেষ ম্যাচেও আরও কিছু রেকর্ডের হাতছানি দিচ্ছে টাইগারদের। যেমন, আজ জিতে গেলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষী হতেও পারে বাংলাদেশ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply