ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হওয়ার অনুমোদন দিলো তুরস্ক

|

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সামরিক জোট ন্যাটো’র ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার (৩০ মার্চ) নিজস্ব পার্লামেন্টে তুরস্ক অনুমোদন দেয়ায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ভোটাভুটিতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনের পক্ষে সমর্থন জানান ২৭৬ তুর্কি আইনপ্রণেতা। ফলে, সামরিক জোটে যুক্ত হওয়ার পথে হেলসিংকির আর কোনো বাধা রইলো না। খবর বিবিসির।

একমাস আগেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছিলেন, সন্ত্রাসে ইন্ধন দেয় এমন কোনো দেশকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না আঙ্কারা। শর্ত দেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ওপর থেকে বিধি-নিষেধ তুলে নিতে হবে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর টুইট।

এদিকে, এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো জানিয়েছেন, ন্যাটোর শক্তিশালী ও সক্ষম মিত্র হবে আমার দেশ। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত। আশা করছি সুইডেনও শীঘ্রই আমাদের সাথে যোগ দিবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply