গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

|

ঘটনাস্থলের ছবি

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল আনুমানিক সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকায় স্কাইনেট পাওয়ার কোম্পানি নামের একটি বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মানাধীন ভবনে রাখা রড পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্ষে এলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে। এ আগুনে সেখানে থাকা কয়েকজন দগ্ধ হন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply