সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত পাখি জব্দ

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত চাকলা ও চড়ুই পাখি জব্দ করেছে পরিবেশ কর্মীরা। বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের মাদরাসা মোড়ের সুবর্ণ সরোবরের সামনে থেকে পাখিগুলো জব্দ করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শিকারিরা চলনবিলে পাখি শিকার করে কাপড়ের ব্যাগে ভরে বাড়ি বাড়ি সরবরাহ করছে এমন তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অবস্থান নেন স্থানীয় পরিবেশ কর্মীরা। একপর্যায়ে বেলা সাড়ে ১১টায় সুবর্ণ সরোবরের সামনে মাস্ক পরিহিত এক ব্যক্তির কাছে কাপড়ের ব্যাগ দেখে সন্দেহ হলে তল্লাশি করতে চায় কর্মীরা। এসময় ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ব্যাগটি তল্লাশি করে আড়াই শতাধিক জবাইকৃত চাকলা ও চড়ুই পাখি পাওয়া যায়। পরে পাখিগুলো মাটিচাপা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কামরুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি হাসান ইমাম, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী আব্দুর রশিদ, আবু বকর সিদ্দিক প্রমুখ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন বলেন, চলনবিলে পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এসময় পাখি শিকারের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply