ন্যাটোর শক্তি প্রদর্শন, লাটভিয়ায় ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া

|

ছবি : সংগৃহীত

রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যে অব্যাহত রয়েছে সামরিক জোট ন্যাটোর শক্তিমত্তা প্রদর্শন। লাটভিয়ায় ১০ দেশের অংশগ্রহণে চলছে সামরিক মহড়া। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ভারি ট্যাংক নিয়ে মহড়ায় অংশ নেয় কানাডা, স্পেন ও ইতালি। বুধবার (২৯ মার্চ) মধ্যপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘নাজামস’ এর প্রদর্শন করে স্প্যানিশ সেনাবাহিনী।

ছবি : সংগৃহীত

কানাডিয়ান বাহিনীর নেতৃত্বে অংশ নিয়েছে আলেবেনিয়া, চেক রিপাবলিক, মন্টেনিগ্রো, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার সেনারা। মহড়ায় উপস্থিত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারাও।

যুদ্ধক্ষেত্রে ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাবাহিনীর সম্মিলিত সক্ষমতা যাচাই মূলত এ কর্মসূচির উদ্দেশ্য। লাটভিয়ায় ন্যাটোর আদাজি প্রশিক্ষণ কেন্দ্রে ২০ মার্চ শুরু হওয়া মহড়া চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply