টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক সাকিব

|

ছবি: সংগৃহীত

টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক এখন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। আয়ারল্যান্ড ব্যাটার রস অ্যাডেয়ারকে বোল্ড করে এই কীর্তি গড়েন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

আইরিশদের বিরুদ্ধে এদিন রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছেন সাকিব। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিকবার ৫ উইকেট পাওয়ার অনন্য নজির গড়েন তিনি। সব মিলিয়ে সাকিবের আগে এ কীর্তি ছিল আরও ১১ জনের। অনন্য এই মাইলফলকের দিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে সর্বাধিক চারবার এক ম্যাচে ৩০’র বেশি রান ও চার উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব।

এদিন আইরিশদের বিপক্ষে ৪ ওভারের কোটা পূরণ করা সাকিব ২২ রান দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট সংরক্ষকের তালিকা:

সাকিব আল হাসান- ১৩৬ উইকেট

টিম সাউদি-১৩৪ উইকেট

রশিদ খান-১২৯ উইকেট

ইশ সোধি-১১৪ উইকেট

লাসিথ মালিঙ্গা-১০৭ উইকেট

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply