জনবল ও অর্থের অভাবে মুখ থুবড়ে পড়েছে নীলফামারীর বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র

|

জনবল সংকট আর অর্থ বরাদ্দ না থাকায় মুখ থুবড়ে পড়েছে নীলফামারীর বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। চার বছর ধরে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মেশিনপত্র। গবেষণা কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চাষিরা।

নীলফামারীর ডোমারে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। ৩২টি উন্নত জাতের বাঁশের বংশ বিস্তারে গবেষণা হাতে নেয় প্রতিষ্ঠানটি। বাঁশ দিয়ে টেকসই সোফা, খাট, ওয়্যারড্রপ, চেয়ার ও টেবিলসহ নান্দনিক ডিজাইনের আসবাব তৈরির পরিকল্পনাও নেয়। এজন্য ওয়ার্কসপে বসানো হয় কোটি কোটি টাকার মেশিনপত্র। বাঁশচাষি ও কারিগরদের প্রশিক্ষণও দেয়া হয়। কিন্তু জনবল সংকটে থমকে আছে কার্যক্রম। চার বছরে বিভিন্ন জাতের বাঁশ আবাদ করে বিপাকে দেড় হাজার চাষি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply