আইপিএল: সাকিব শুরুতে আর লিটন যেতে পারেন টেস্ট খেলে

|

সাকিব আল হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত

শারিরীকভাবে না থাকলেও মানসিকভাবে কলকাতা দলের সাথেই আছেন সাকিব-লিটনরা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এদিকে গুঞ্জন আছে সাকিব শুরু থেকে আইপিএলে থাকলেও হয়তো টেস্ট খেলে যেতে হতে পারে লিটন দাসকে।

বাংলাদেশ ক্রিকেট পাড়ায় এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আইপিএলে নিজ দলের সাথে কবে যোগ দিবেন সাকিব-লিটনরা? টেস্ট দলে মোস্তাফিজ না থাকায় তাকে ঘিরে নেই তেমন জটিলতা। সমস্যা বেধেছে সাকিব-লিটনকে নিয়ে। বিসিবি বস নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছিলেন আগে দেশের খেলা তারপর আইপিএল।

কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, তাদের (সাকিব-লিটন) সাথে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। মানসিকভাবে তারা দলের সাথেই আছে। আর এমন না যে তারা মাঠের বাইরে আছে। তারা নিয়মিত ক্রিকেট খেলছে। তাই তাদের ফর্ম ভালোই থাকবে আশা করি। এ নিয়ে কোনও সমস্যা হবে না।

কোচের কথায় স্পষ্ট, বেশ ভালোভাবেই কলকাতার পরিকল্পনা আছে সাকিব-লিটনদের নিয়ে। এদিকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন সাকিব আল হাসানকে নাকি আইপিএলের শুরু থেকেই দেয়া হবে ছাড়পত্র। তবে আইরিশদের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব করেই লিটন কলকাতা। কিন্তু আগামী মে মাসে ফিরতি সফরে আয়ারল্যান্ড যাবেন সাকিব, তখন ছুটি পাবেন লিটন। বিসিবি সভাপতির অনুমোদন মিললেই ঘোষণা আসতে পারে টি২০ সিরিজ শেষেই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply