বিক্রি করতে চেয়েছিলেন ১০ হাজার ডলারে, ক্রেতা কিনলেন ১ লাখে

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান এক ব্যক্তি স্বর্ণ দিয়ে মোড়ানো ৪.৬ কেজির একটি শিলা খুঁজে পেয়েছেন। শিলাটিতে ২ দশমিক ৬ কেজি স্বর্ণ রয়েছে। যার মূল্য ১ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকার বেশি। খবর বিবিসি’র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, তিনি ভিক্টোরিয়ার গোল্ডফিল্ড থেকে এই শিলা খণ্ডটি খুঁজে পেয়েছেন।

স্বর্ণ ব্যবসায়ী ড্যারেন ক্যাম্প (যিনি স্বর্ণটি কিনেছেন) বলেছেন, তিনি তার ৪৩ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতায় এতো বড় স্বর্ণ কখনো দেখেননি। তার জীবনে দেখা সবচেয়ে বড় স্বর্ণ খণ্ড এটি।

ড্যারেন ক্যাম্প বলেন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। অনেক লোক নকল স্বর্ণ এবং স্বর্ণের মতো দেখতে কিন্তু স্বর্ণ নয়, এমন অনেক শিলাখণ্ড নিয়ে আসেন। কিন্তু এই লোক স্বর্ণের টুকরাটি নিয়ে আসার পরে আমি দেখে অবাক হয়ে গিয়েছি। এমন স্বর্ণের শিলা একবারই পাওয়া যায়।

তিনি আর বলেন, ব্যক্তিটি শিলা খণ্ডটি আমার কাছে দিয়ে বলেন, এটার জন্য কি ১০ হাজার ডলার পাওয়া যাবে? আমি তখন তাকে বলি ১ লাখ ডলারে এটা বিক্রি করবেন কি? তিনি অবাক হয়ে শিলা খণ্ডটি আমার কাছে বিক্রি করেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply