সৌদিতে ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

|

ফাইল ছবি

সৌদি আরবে ওমরাহ হজযাত্রীদের বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে অন্তত ৮ জনই বাংলাদেশি। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন।

সৌদি আরবে বাংলাদেশি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুহেলী সাবরিন জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৪৭ আরোহী ছিলেন, এদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি। তবে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর কাজী এমদাদ হতাহতদের নিশ্চিত সংখ্যা কিংবা নাম-পরিচয় জানাতে পারেননি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে টেলিফোনে জানান তিনি।

তিনি বলেন, নিহতদের শরীর পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। সোমবার, ওমরাহ হযযাত্রীদের নিয়ে পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলো বাসটি। পথে আসির প্রদেশের আকাবা শা’র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ব্রিজে ধাক্কা দেয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। আসির-আবাহা সংযোগ সড়কে কয়েক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply