যানজটে আটকে সড়কে ইফতার করলেন হাজার হাজার মানুষ

|

ছবি: সংগৃহীত

দিনভরই যানজটে আটকে থেকে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। অফিস যাবার সময়ের ভোগান্তি ফেরার সময় বেড়ে যায় আরও। আধা ঘণ্টার রাস্তা দুই ঘণ্টাতেও পৌঁছাতে পারেননি অনেকে। হাজার হাজার মানুষ রাস্তায় আটকে থেকেই করেছেন পঞ্চম রোজার ইফতার।

অফিস ফেরত মানুষের ভোগান্তিটা ছিল বেশি। কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন, সচিবালয় এলাকা থেকে বাংলামোটর আসতে দেড় থেকে দুই ঘণ্টা লেগেছে।

রোজাদার যাত্রীদের ভোগান্তি ছিল বেশি। একে যানজট, তারপর অনেক যাত্রী বাসে দাঁড়িয়ে গেছেন। উপায়ন্ত না দেখে অনেকে বাস থেকে নেমে পায়ে হেঁটে রওনা করেছেন।

সরকারি বেসরকারি অফিস কাছাকাছি সময়ে বন্ধ হয়। অনেকেই বাসায় ইফতার করবেন। সে কারণে সড়কে একসাথে বহু যাত্রী ও গাড়ির চাপ হয়। ট্রাফিক পুলিশ বলছে ইফতারের আধাঘণ্টা আগে সড়কে গাড়ির চাপ কমে।

সড়কে যানজটের কারণে অনেক মানুষকে গাড়িতে বসেই ইফতারি করতে হয়েছে। এই মানুষগুলো অভিযোগ করেছেন, সড়কে যানজট যদি মাত্রাতিরিক্ত না হতো তাহলে বাসায় গিয়েই তারা ইফতার করতে পারতেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply