মেক্সিকোয় অভিবাসন কার্যালয়ে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৩৯

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

মেক্সিকোর একটি অভিবাসন কার্যালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও অন্তত ২৯ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। খবর আলজাজিরার।

মঙ্গলবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সিউদাদ হুয়ারেজ শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, মঙ্গলবার আনুমানিক মধ্যরাতের দিকে আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে কার্যালয়টিতে। ঘটনার পরপরই সেখানে অভিযান শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ভেতরে আটকা পড়ে বিপুল এ প্রাণহানি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারনি কর্তৃপক্ষ। কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া ৭১ জন অভিবাসন প্রত্যাশী ওই কার্যালয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছে প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply