নির্বাচনে প্রতি আসনে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়ার অনুমোদন

|

জাতীয় নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘নির্বাচনি আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। বলেন, আগে প্রতি জেলায় একজন রিটানিং অফিসার থাকতো। এখন প্রতি আসনে একজন করে থাকবে।

এদিন, মন্ত্রিসভার বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন-২০২৩ এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে পরিচালনা পর্ষদে একই পরিবারের ৪ জনের জায়গায় ৩ জন থাকতে পারবে। ব্যাংকের কোনো পরিচালক বা আত্মীয়দের জামানত ছাড়া ঋণ দেয়া যাবে না বলে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply