লজিস্টিক সাপোর্টেই আটকে বাংলাদেশের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য: বিশ্বব্যাংক

|

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্যের বড় বাধা হলো লজিস্টিক সাপোর্ট। উৎপাদন খরচের সঙ্গে অন্তত সাড়ে ৫ শতাংশ যোগ করতে হয় লজিস্টিক খাতের খরচ। এতে উৎপাদন ব্যয় বাড়ে। যা ব্যবসার প্রতিযোগিতায় বিরূপ প্রভাব ফেলে। সোমবার (২৭ মার্চ) রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, অবকাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। যানজট এবং নিম্নমানের পণ্যের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রসার বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন স্তরে ব্যাপক সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

গত এক দশকে সরকার বিদ্যুৎ খাতে সক্ষমতা অনুযায়ী বিনিয়োগ করেছে। আগামীতে বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা মেটাতে ১৫ শতাংশের মতো বিনিয়োগ করতে হবে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে, জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply