বড় জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে তা পারেনি রশিদ খানের দলটি। শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোহাম্মদ হারিসকে হারায় পাকিস্তান। তিন নম্বরে নেমে দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নেন তাইয়েব তাহির। টানা চার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়ার পর এবার শুরুটা ভালো করেন আবদুল্লাহ শফিক। ছক্কায় ওড়ান ফরিদ আহমেদ ও মোহাম্মদ নবিকে। তার ১৩ বলে ২৩ রানের ইনিংস থামান রশিদ খান।

ছবি: সংগৃহীত

এক প্রান্ত আগলে রাখা সাইম এরপর ইনিংস সেরা ৪৫ রানের জুটি গড়েন ইফতিখার আহমেদের সঙ্গে। ফিফটির দুয়ারে গিয়ে মুজিব উর রহমানের দারুণ ক্যাচে বিদায় নেন সাইম। ইফতিখার ২৫ বলে ২ ছক্কায় করেন ৩১ রান। আগের ম্যাচে ফিফটি করা ইমাদ ওয়াসিম এবার থামেন ১৩ রানে। শাদাবের ১৭ বলে ৫ চারে ২৮ রানের সুবাদে ১৮২ রানের বড় পুঁজি গড়ে পাকিস্তান।

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানরা অলআউট হয়ে যায় মাত্র ১১৬ রানে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেন ১৮ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ নবীর ব্যাট থেকে ১৭ ও অধিনায়ক রশিদ খান করেন ১৬ রান। পাকিস্তানের পক্ষে শাদাব খান ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট পান। পেসার ইহসানুল্লাহর শিকারও তিন উইকেট।

হারের পরও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের উল্লাসে মাতেন রশিদ খানরা। পাকিস্তানের বিপক্ষে এটিই তাদের প্রথম সিরিজ জয়।

আরআইএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply