রায়েরবাগে আগুনে পুড়ে ছাই কারখানা-দোকানপাট

|

রায়েরবাগে ভুষির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি কারখানা, তিনটি দোকানসহ একটি একটি বাড়ির ছয়টি ঘর। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ঘণ্টাখানেকের মধ্যেই। তবে এড়ানো যায়নি লাখ-লাখ টাকার ক্ষয়ক্ষতি। অবশ্য অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাগের কদমতলী এলাকার ঘটে এ ঘটনা। স্থানীয়রা জানান, ভুষির মিল থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আবাসিক ভবন ও ফার্নিচারের দোকানে। পুড়ে ছাই লাখ লাখ টাকার মালামাল। কাঠ ও ভুষি দাহ্য পদার্থ হওয়ায় অল্পতেই তীব্র আকার ধারণ করে আগুন।

ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে পোস্তগোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভুষি আর শুকনো কাঠও ছিল। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় কর্তৃপক্ষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply