জরুরি বৈঠকে ১৭ বিরোধী দলকে জোটবদ্ধ থাকার অনুরোধ রাহুল গান্ধির

|

ভারতে এই মুহূর্তে ১৭ বিরোধী দলীয় জোটের ঐক্য প্রয়োজন। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় জরুরি বৈঠকে এ মন্তব্য করেন রাহুল গান্ধি। প্রয়োজনে নিজে সরে যাওয়ার ঘোষণাও দিলেন কংগ্রেস নেতা। খবর এনডিটিভির।

সোমবার দলীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেখানে ছিলেন সোনিয়া গান্ধিও। তবে অনুপস্থিত ছিলেন আরএসএস নেতা উদ্ভব ঠাকরে ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

সেখানে রাহুল বলেন, এটা সময়ের লড়াই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার মোক্ষম সুযোগ এসেছে এখন। তার অনুরোধ, বিরোধীরা পরস্পরের মধ্যে লড়াই করে যেনো এই সুযোগ হাতছাড়া না করেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই ‘সব মোদিই চোর’ এই মন্তব্যের জেরে করা মানহানি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি। তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে। এর আগেই পার্লামেন্ট পদ থেকে রাহুলকে অপসারণ করা হয়। পাঠানো হয়েছে একমাসের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশও। বাতিল হতে পারে জেড প্লাস সিকিউরিটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply