অনুশীলনেও জাল খুঁজে পাচ্ছে না বাংলাদেশের ফরোয়ার্ডরা!

|

মামুনুর রশিদ:

অনুশীলনেই জালের দেখা পেতে কষ্ট হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের ফরোয়ার্ডদের। ম‍্যাচে তা হয়ে দাঁড়াচ্ছে আরও কঠিন। এর মাঝেই চার বছর পর টানা দুই ম‍্যাচ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। যে কেনোভাবেই তাই জয় পেতে চায় হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এলিটা কিংসলে ছাড়া বাংলাদেশ ফুটবল দলকে ১০ জনের দল মনে হয় বলে মন্তব‍্য করেছেন সিশেলস কোচ। মঙ্গলবার (২৮ মার্চ) সিলেটে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ।

টানা দুই ম‍্যাচ জয়ের অপেক্ষা সবশেষ কবে করেছিল বাংলাদেশের সমর্থকরা, তা খুঁজতে যথেষ্ট বেগই পোহাতে হবে। চার বছর পর আবারও এরকম সুযোগ এসেছে কালেভদ্রে আন্তর্জাতিক ম‍্যাচ জেতা বাংলাদেশের সামনে। সেই সুযোগকে সামনে রেখে কৌশলে প্রাধান‍্য পাচ্ছেন ফরোয়াডর্রা। রক্ষণভাগের ফুটবলাররা গোল পাওয়াতে এক রকম হুমকিতেই পড়েছে ফরোয়ার্ডদের ভুমিকা। কিন্তু অনুশীলনে প্রাধান‍্য পেলেও সেটি কাজে লাগাতে বারবারই ব‍্যর্থ হয়েছেন মতিন মিয়া, জনি, ফাহিমরা। জালে জড়ানোর থেকে বল বেশি গেছে গোলরক্ষকের হাতে আর, গোলবারের বাইরে।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, প্রথম ম্যাচের চেয়েও ভালো ফুটবল খেলতে পারি আমরা। সেটাই প্রমাণ করতে চাই। তবে দিনশেষে ফলাফলটাই আসল। আমরা খারাপ খেলেও জিততে পারি। আবার, ভালো খেলেও যদি হারি সেটা খুব কাজের কিছু না। কারণ, দিনশেষে মানুষ ফলাফলকেই মনে রাখবে।

সৌদি আরবের ক‍্যাম্পে দুই প্রস্তুতি ম‍্যাচে ড্র করেছে বাংলাদেশ। শক্তিশালী মালাবির বিপক্ষে ১-১ গোলে ড্র হয়েছিলে একটি ম্যাচ। তবে সেই ম‍্যাচের থেকেও সিশেলসের বিপক্ষে জয়কে এগিয়ে রাখছেন অধিনায়ক। আগামী ম‍্যাচে আরও আক্রমণাত্বক খেলার কথা জানিয়েছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশের অধিনায়ক বলেন, ম্যাচটি নিঃসন্দেহে কঠিন হতে যাচ্ছে। কারণ, দক্ষিণ এশিয়ার অন্যান্য দলগুলোর চেয়ে তারা অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলে।

তবে, বোমা ফাটিয়েছেন সিশেলস কোচ নেভিল বোথ। এলিটা কিংসলে ছাড়া বাংলাদেশ দলকে পরিপূর্ণ মনে করছেন না এই কোচ। নেভিল বোথ বলেন, বাংলাদেশ আমাদের থেকে ভালো দল। আগের ম‍্যাচেও তারা ভালো খেলেছে। কিন্তু এলিটা কিংসলে ছাড়া বাংলাদেশ দলকে ১০ জনের দল মনে হয়েছে। সে শুরু থেকে একাদশে খেললে আমাদের জন‍্য বড় হুমকি হবে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply