শাকিবের মামলার তদন্তে পিবিআই

|

ছবি: সংগৃহীত

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়ক শাকিব খানের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন শাকিব।

এদিন, দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে যান শাকিব। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার বিষয়ে তদন্ত করে আগামী ৬ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এর আগেও প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে গিয়েছিলেন শাকিব। তবে থানা সে মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিবের নামে সহকারী এক নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন এ সিনেমার অন্যতম রহমত উল্লাহ। তবে শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ন ও চাঁদা দাবি করছেন রহমত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply