ব্লাস্ট রোগের প্রকোপে বিপাকে রাজবাড়ীর গম চাষীরা

|

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর, শায়েস্তপুর ও কৈজুরির বিস্তৃর্ণ মাঠজুড়ে চাষ হয়েছে গম। বাতাসে ঢেউ খেলছে সোনালি শীষ। দেখে মনে হচ্ছে গম পেকে গেছে। আসলে বেশিরভাগ শীষে দানা নেই। শুকিয়ে যাচ্ছে গাছও।

মূলত, গমের জমিতে ব্লাস্ট রোগের প্রকোপ দেখা দেয়ায় এ অবস্থা। আর তাতে বিপাকে পড়েছেন রাজবাড়ী সদরের চাষিরা। বলছেন, গম পরিপক্ক হবার আগেই শীষ সোনালী বর্ণের হয়ে যাচ্ছে, কিন্তু দানা নাই।
অভিযোগ উঠেছে, কৃষি অফিসকে জানানোর পরও আসেননি কর্মকর্তারা। শুধু ফোনে পরামর্শ দিয়েই দায় সেরেছেন।

এদিকে, এক বিঘা জমির গম ঘরে তুলতে চাষীদের প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। লীজের জমি হলে বিঘায় খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে বিএডিসি কৃষকদের মাঝে ব্লাস্ট রোগ প্রতিরোধী বারি ৩৩ জাতের বীজ সরবরাহ করলেও তা ছিল চাহিদার তুলনায় কম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply