তাসকিন-তাণ্ডবে বৃষ্টি আইনে বাংলাদেশের ২২ রানে জয়

|

ছবি: সংগৃহীত

১২ বলের মাঝেই ৪ উইকেট- তাসকিন আহমেদের টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে গেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে রনি তালুকদার ও লিটন দাস শুরুতেই বেধে দিয়েছিলেন আক্রমণাত্মক ক্রিকেটের সুর। শামীম পাটোয়ারী ও অধিনায়ক সাকিব আল হাসানের ক্যামিওতে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বড় সংগ্রহ গড়ে টাইগাররা। বৃষ্টিতে পরিবর্তিত ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তাসকিনের তাণ্ডবে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৮১ রান তুলতে পেরেছে পল স্টার্লিংয়ের দল।

বৃষ্টির কারণে পণ্ড হবার পথে ছিল বাংলাদেশ-আয়ারল্যান্ডের ১ম টি-টোয়েন্টি ম্যাচটি। স্বাগতিকরা তাদের ইনিংসও শেষ করতে পারেনি বৃষ্টির কারণে। ৪ বল আগে ৫ উইকেটে ২০৭ রানে থামতে হয় তাদের। প্রায় দুই ঘণ্টা বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে হয় দুই দলকে। ৫টা ৪০ মিনিটে খেলা শুরু করার জন্য আউটফিল্ড ঠিক করেছে মাঠ কর্মীরা। ৮ ওভারে ১০৪ রান করতে ওভার প্রতি ১৩ করে তুলতে হতো আইরিশদের।

ছবি: সংগৃহীত

সেই লক্ষ্যে শুরুটা ভালো করেন দুই আইরিশ ওপেনার। পল স্টার্লিং ও রস অ্যাডেয়ার ২ ওভারে ৩২ রান তুলে আইরিশদের নিয়ে আসেন জয়ের পথে। কিন্তু হাই স্কোরিং এই টি-টোয়েন্টিতে ক্ষণে ক্ষণে পাল্টেছে ম্যাচের রঙ। দুর্দান্ত ইয়র্কারে অ্যাডেয়ারকে সাজঘরে পাঠান হাসান মাহমুদ। পরের ওভারে তাসকিন তুলে নেন লোরকান টাকার, পল স্ট্রাল্লিং ও জর্জ ডকরেল। শেষ দুইজনকে দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন এই স্পিডস্টার। হ্যাটট্রিক না পেলেও আয়ারল্যান্ডের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন এই ইনফর্ম পেসার।

এরপর মূলত আইরিশদের ম্যাচে ফিরতে দরকার ছিল অতি মানবীয় ব্যাটিং। কিন্তু টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি কিছু করতে পারেনি স্টার্লিংয়ের দল। সর্বোচ্চ ২১ রানে অপরাজিত ছিলেন গ্যারেথ ডেলানি। তাসকিন ৪ এবং হাসান মাহমুদ নিয়েছেন ১ উইকেট।

রনি তালুকদার। ছবি: সংগৃহীত

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে দলকে অবিশ্বাস্য সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৮১ রান তুলে রেকর্ডও গড়েন রনি তালুকদার আর লিটন দাস। ৪৩ বলে ৯১ রানের জুটি ভাঙে ক্রেগ ইয়াংয়ের বলে স্টার্লিং এর হাতে ক্যাচ দিয়ে লিটন দাস ফিরলে। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৭ রানের ঝকঝকে ইনিংস। লিটন অর্ধশতক না করতে পারলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রনি তালুকদার। মাত্র ২৪ বলে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন রনি। দলীয় ১১৮ রানে নাজমুল শান্ত আউট হলেও ভাটা পড়েনি রানের খাতায়। ৩৮ বলে ৭টি চার আর ৩টি ছয়ের সাহায্যে ৬৭ রান করে হিউমের বলে বোল্ড হয়ে ফেরেন রনি।

ছবি: সংগৃহীত

এরপর শামীম পাটোয়ারীর ২০ বলে ৩০, তৌহিদ হৃদয়ের ৮ বলে ১৩ আর শেষ দিকে অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ১৩ বলে ২০ রানে ভর করে দুইশো রানের কোটা পার করে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার রেকর্ডের চেয়ে ৯ রান দূরে থাকতেই থেমে যেতে হয়েছে বাংলাদেশকে। শেষ চার বল খেলা হলে হয়তো ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ২১৫ রানের সর্বোচ্চ রানের লক্ষ্য পার করে ফেলতো টাইগাররা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply