সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস প্রকল্প ৩০ মার্চ থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বা ইন্সটিটিউশনাল প্র্যাকটিস পাইলট প্রকল্প ৩০ মার্চ থেকে শুরু হবে। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমে ২০টি উপজেলা ও ১০ জেলা হাসপাতালে এই প্রকল্প শুরু হবে। পর্যায়ক্রমে কার্যক্রম চলবে বাকি সব জেলা ও উপজেলায়। সপ্তাহে ২ দিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকরা রোগী দেখবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, অধ্যাপক পর্যায়ের সিনিয়র চিকিৎসকদের দেখাতে হলে ৫০০ টাকা, সিনিয়র সহযোগী অধ্যাপকদের জন্য ৪০০ টাকা, সহকারী অধ্যাপক জুনিয়র চিকিৎসকদের জন্য ৩০০ টাকা ও বিডিএসসহ অন্যান্য চিকিৎসক দেখাতে রোগীদের দিতে হবে ২৭০ টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply