সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো ডিমের দাম

|

সপ্তাহের ব্যবধানে আবারও ডজনে দশ টাকা বেড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। যদিও পাইকারি পর্যায়ের দাম নিয়ে তৈরি হয়েছে ধ্রুমজাল। আড়তদারের দাবি, পাইকারিতে পিস প্রতি বিক্রি হচ্ছে ৯ টাকা ৭০ পয়সা। কিন্তু দোকানিরা বলছেন, ১০ টাকা ৭০ পয়সার কমে মিলছে না প্রতি পিস। আর ক্রেতাকে গুনতে হচ্ছে সাড়ে ১১ টাকা।

গত সপ্তাহে, ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ৪৩ টাকা হালি দরে। মাত্র সাত দিনের ব্যবধানে সেই দাম হয়েছে ৪৫-৪৬ টাকা। আর এর প্রভাব পড়েছে হাঁস ও দেশি মুরগির ডিমের মোকামে।

দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৭০ টাকা আর হাঁসের ডিম ৬০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। ডিম ব্যবসায়ী সমিতি বলছে, রমজানের কারণে পারিবারিক পর্যায়ে ডিমের চাহিদা বেড়েছে। এরই প্রভাবে বাড়তে পারে ডিমের দাম। তবে দ্রুতই দাম কমার আশ্বাস দিয়েছেন সমিতির নেতারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply