লিটন-রনির ঝড়ে পাওয়ার প্লেতে রেকর্ড গড়লো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটার লিটন দাস-রনি তালুকদার শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দেন। লিটন-রনির ঝড়ে পাওয়ার প্লের মধ্যেই টাইগারদের সংগ্রহ ৮০ রান। পাওয়ার প্লেতে এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল ১ উইকেটে ৭৪ রান। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রান টপকে গেছে লাল সবুজের দল।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার ব্যাটার লিটন দাস-রনি তালুকদার শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকেন। ইনিংসের প্রথম ওভার করতে আসা হ্যারি টেক্টরের চতুর্থ বলে লং অনের উপর দিয়ে লিটনের দারুণ ছয়। প্রথম ওভারে বাংলাদেশের আসে ১১ রান।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যাডেয়ারকে জায়গায় দাঁড়িয়ে রনি তালুকদার লং অন অঞ্চল দিয়ে উড়িয়ে পার করলেন বাউন্ডারি। দুই প্রান্ত থেকে দুজন শুরু করলেন ঝড়ের আভাস দিয়ে। প্রথম দুই ওভারেই বাংলাদেশের আসে ২৫ রান। তৃতীয় ওভার করতে আসেন হিউম, তিনি ৮ রান দিয়ে রানের গতিটা কিছুটা থিতু করতে চাইলেও রনি-লিটনকে থামানো যায়নি। ৫ ওভারেই মধ্যেই ৬১ রান তুলে ফেলে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

এরপর পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডেয়ারকে এক ছয় ও টানা তিন চারে নেন ১৯ রান রনি তালুকদার। তাতে পাওয়ার প্লেতে নতুন রেকর্ড গড়তে পারে স্বাগতিকরা। পাওয়ারপ্লেতে লিটন ১৯ বলে ৪০ ও রনি ১৭ বলে ৩৮ রান করেন।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই বিদায় নেন লিটন। ক্রেইগ ইয়াংকে শরীর থেকে বেশ দূরে ব্যাট চালিয়ে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন, ২৩ বলে ৪৭ রান করেই থেমেছেন তিনি। রনির সঙ্গে তার ৯১ রানের ওপেনিং জুটি ভাঙে। লিটন বিদায় নিলেও ২৪ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন রনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৬ রান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply