টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথম টস হেরে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। এই সিরিজের স্কোয়াডেই নেই তানভীর। তাই তার জায়াগায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল সাকিব আল হাসানের দল, ওই ম্যাচের একাদশে একটিই বদল এসেছে। অভিষিক্ত তানভীর আহমেদ এবার স্কোয়াডেই নেই। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম। 

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ছয় জয়। এমন পরিসংখ্যান সামনে রেখে সাকিব আল হাসানের দলের লক্ষ্য আরও দাপুটে পারফরমেন্সে আত্মবিশ্বাসের জ্বালানি বাড়িয়ে নেয়া। নিজেদের ছাড়িয়ে যাওয়া।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ক্রেইগ ইয়ং, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply