বঙ্গোপসাগরে জাহাজডুবি: সবাইকে জীবিত উদ্ধার

|

বঙ্গোপসাগরে গমবোঝাই ‘এমভি পাটগাটি-২’ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই জাহাজের কিছু কয়েকজন ক্রু নিখোঁজ ছিলেন। তাদের সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গোপসাগরে সন্দ্বীপ ও ভাসানচরের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ডুবুরি দল।

জানা যায়, দিবাগত রাতে সন্দ্বীপ ও ভাসানচরের মাঝামাঝি সাগরে এমভি আবদুল্লাহ আল আসিফ-১০ জাহাজের সঙ্গে ‘এমভি পাটগাটি-২’র ধাক্কা লাগে। এতে জাহাজটিতে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। নাবিক-শ্রমিকরা বয়া নিয়ে সাগরে ঝাঁপ দেন। অন্য একটি জাহাজের লোকজন তাদের উদ্ধার করে। এরপরও নিখোঁজ ছিল কয়েকজন ক্রু। জাহাজে থাকা ১২ ক্রুকেই জীবিত উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ড।

‘এমভি পাটগাটি-২’ জাহাজটিতে ১ হাজার ১০০ টন গম ছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply