নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আহত ৭

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ৭ জন আহত হয়েছেন। রোববার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর শেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, জমি ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে আমিরুল ইসলাম ও তার মেয়ে জামাই তাশেম সরকারের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটেছে।

রোববার রাতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া, জিল্লুরসহ আরও কয়েকজন বিরোধপূর্ণ জমিতে গম কাটতে যায়। এ সময় তাশেম সরকার ও তার স্বজনরা তাদের বাধা দেয়। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাশেমের লোকজন ধারালো হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে আমিরুলদের ওপর হামলা চালায়। এতে আমিরুলসহ অন্তত ৭ জন আহত ও রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আমিরুল ইসলামসহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply