জার্মানিতে ফের বন্দুক হামলা, নিহত ২

|

জার্মানির হ্যামবার্গে বন্দুকহামলায় নিহত হয়েছেন ২ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। হত্যার কারণও অজানা। তবে পুলিশের ধারণা, নিহত দু’জনই ছিলেন বন্দুকধারী। খবর ডয়েচে ভেলের।

রোববার (২৬ মার্চ) এ তথ্য প্রকাশ করে জার্মান সংবাদমাধ্যম বিল্ড। সেখানে বলা হয়, মধ্যরাতে ল্যাঞ্জেনহর্ন জেলায় ঘটে এ গোলাগুলির ঘটনা। ঘটনার পরই পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ বলছে, গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ২৮টি গাড়ির একটি বহর হাজির হয় ঘটনাস্থলে। সেখানে ফুটপাথের ওপর দু’জনকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ।

পুলিশের ধারণা, নিহত দুই ব্যক্তিই একে অপরকে গুলি করেছে। সেই গুলিতেই মৃত্যু হয়েছে উভয়ের। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ নিয়ে জার্মানিতে এক মাসে দ্বিতীয়বারের মতো ঘটলো বন্দুক হামলা। এর আগে চলতি মাসের শুরুতে হ্যামবার্গে বন্দুক হামলায় নিহত হন ৮ জন। নিহতদের মধ্যে হামলাকারীও ছিল বলে ধারণা পুলিশের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply