ঢাকা শহরের খেলার মাঠ ও নদী দখল হতে দেয়া হবে না: মেয়র আতিকুল ইসলাম

|

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা শহরের খেলার মাঠ ও নদী দখল হতে দেয়া হবে না, আর এ জন্য ভূমিদস্যুদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৬ মার্চ) সকালে মিরপুর-১০ নম্বর জল্লাদখানা বধ্যভূমির পাশের পরিত্যাক্ত জায়গায় ‘মুক্তির সবুজায়ন’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র আরও বলেন, ঢাকা শহরকে বাঁচাতে হলে গাছ আর খেলার মাঠের কোনো বিকল্প নেই। তাই সবাইকে সচেতন হতে হবে। পরিত্যাক্ত জায়গা দখলমুক্ত করে সবুজায়ন করতে হবে। কিছু লোক যত্রতত্র পোস্টার লাগিয়ে নেতা হওয়ার চেষ্টা উল্লেখ করে মেয়র বলেন, যত্রতত্র পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে হৃদয় দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়।

আরও পড়ুন: ‘বিমানের সার্ভার হ্যাক করে টাকা দাবির বিষয়টির কোনো ভিত্তি নেই’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply