শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৩ উইকেটে হারালো ক্যারিবীয়রা

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে কার্টেল ওভার টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে ডেভিড মিলারের ঝড়ে ৮ উইকেটে ১৩১ রানের বড় সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। জবাবে অধিনায়ক রাভম্যান পাওয়েলের ক্যাপ্টেন্স নকে ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা। ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেছে ১-০’তে।

পূর্ণাঙ্গ সিরিজের টেস্টে হোয়াইটওয়াশ হবার পর ওয়ানডেতে ১-১ সমতায় শেষ করে দুই দল। সফরের শেষ সিরিজের টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে যাবার সম্ভাবনা জেগেছিল। শেষ পর্যন্ত কার্টেল ওভারে ১১’তে নেমে আসে খেলা। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজ।

ছবি: সংগৃহীত

ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ডি ককের উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। ২য় ওভারে রাইলি রুশো আউট হলেও রানের গতি ছিল ঝড়ো। প্রোটিয়াদের সকল ব্যাটারই রান তোলেন দেড়শ স্ট্রাইক রেটে। দলীয় ৪০ রানে মার্করাম আউট হলে ক্রিজে আসেন মিলার। রিজা হ্যান্ড্রিক্সের ১২ বলে ২১ রানের সাথে ‘কিলার’ মিলারের ২২ বলে ঝড়ো ৪৮ রানে বড় সংগ্রহের ভিত পায় দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে সিসান্দা মাগালার ৫ বলে ১৮ রানের ক্যামিওতে ১১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ক্যারিবিয়দের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন ওডিন স্মিথ আর শেলডন কটরেল।

১১ ওভারে ১৩২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় উইন্ডিজও। প্রথম ওভারে কাইল মেয়ারের উইকেট হারালেও স্কোরবোর্ডে ততক্ষণে রান ১৭। মাগালার বলে ৩য় ওভারের প্রথম ডেলিভারিতে ব্রেন্ডন কিং বোল্ড হবার আগে ৮ বলে করেন ২৩ রান। মেরেছেন ২টি করে চার ও ছয়।

ছবি: সংগৃহীত

এরপর জনসন চার্লসের ১৪ বলে ২৮ আর নিকোলাস পুরানের ৭ বলে ১৬ রান বেশ ভালোভাবেই ক্যারিবীয়দের ম্যাচে টিকিয়ে রাখে। তবে দলের জয়ে মূল ভূমিকা রাখেন অধিনায়ক রাভম্যান পাওয়েল। ৫টি ছক্কা আর ১টি চারে ১৮ বলে করা উইন্ডিজ অধিনায়কের অপরাজিত ৪৩ রানে জয় নিশ্চিত হয় সফররতদের।

১০ম ওভারে প্রোটিয়া পেসার মাগালা পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের কিছুটা সম্ভাবনা দেখালেও পাওয়েলের সামনে টিকতে পারেননি। ৩ বল বাকি থাকতে ওভার প্রতি সাড়ে ১২ গড়ে রান তুলে জয় ছিনিয়ে নেয় ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন উইন্ডিজ অধিনায়ক। সিরিজের ২য় টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে রোববার মুখোমুখি হবে দুই দল।

/এ এইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply