বসুন্ধরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

|

বসুন্ধরা আবাসিকে পুলিশের অবস্থান

রাজধানীর বসুন্ধরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঘটনার সূত্রপাত। বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নর্থ সাউথ ও আইইউবি’র ছাত্ররা জড়ো হতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে।

শিক্ষার্থীরাও পুলিশকে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য করে। এভাবে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ালশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে।

শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের সাথে বহিরাগতরাও তাদের ওপর হামলা করেছে। আর পুলিশ জানিয়েছে, বসুন্ধরা গেটের বাইরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছিল ছিল যেন কোনও বিশৃঙ্খলা না হয়। পরে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে তারা।

বিকেলে পরিস্থিতি শান্ত হয়ে এলেও, সতর্ক অবস্থানে আছে পুলিশ। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply