ফ্রান্সে একদিনে গ্রেফতার সাড়ে ৪০০ আন্দোলনকারী

|

বিক্ষোভ-অসন্তোষ আর পার্লামেন্টে বিরোধীতা সত্ত্বেও অবসরের বয়সসীমা সংক্রান্ত বিতর্কিত আইনটি ক্ষমতার জোরে পাস করিয়েছে ফরাসি সরকার। এর জেরে চলমান আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। এরই জেরে একদিনে সাড়ে ৪০০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী প্যারিস থেকে গ্রেফতার করা হয় তাদের। খবর ফ্রান্স ২৪ এর।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) প্যারিস, তুলুজসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এতে আহত হয় পুলিশের ৪ শতাধিক সদস্য।

এক পর্যায়ে আগুন দেয়া হয় বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায়। ঐ ঘটনার পর দেশজুড়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। শুক্রবার শুধু প্যারিস থেকেই আটক করা হয় ৪৫৭ জনকে। এ অভিযান এখনও অব্যাহত আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply