দাবানলে পুড়ছে স্পেন, তিনদিনেই ছাই তিন হাজার হেক্টর বনভূমি

|

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের পূর্বাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে তিন হাজার হেক্টর বনভূমি। স্থানীয়দের পাশাপাশি হুমকির মুখে বন্যপ্রাণীরাও। খবর ডয়েচে ভেলের।

দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে বৃহস্পতিবার (২৩ মার্চ) শুরু হয় এ দাবানল। এর ফলে বাস্তুচ্যুত হয় প্রায় দেড় হাজার বাসিন্দা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে জরুরি বিভাগের কর্মীরা। ১৮টি বিমান ও হেলিকপ্টার দিয়ে পানি ফেলা হচ্ছে। তবে শুষ্ক বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এ আগুন।

দেশটির আবহাওয়া বিভাগ জানায়, তীব্র দাবদাহ ও খরার কারণেই দাবানলের বিস্তার ঘটেছে। গত বছর দেশটিতে ৪৯৩টি দাবানল রেকর্ড করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply